নিজস্ব প্রতিনিধিঃ সদর উপজেলার আলিপুর ইউনিয়নে বাপ-দাদার পৈত্রিক সম্পত্তি জবর দখলের পায়তারা অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আলিপুরের গাংনিয়া গ্রামের মৃত্যু পাগল শেখের পুত্র জিয়াদ আলী বাদী হয়ে একই এলাকার মৃত্যু তমিজউদ্দিন সর্দারের পুত্র আব্দুল কাদের, রাজু আহমেদ, মৃত্যু ইউসুফ মন্ডল এর পুত্র আবু তালেব, আশরাফ খা এর পুত্র আলমগীর হোসেন, গং দের নামে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, আলীপুর ইউনিয়নের মাহমুদপুর মৌজার এস এ ২১৮৬ খতিয়ানের ১২৪১ দাগে সর্বমোট ১৯ শতক জমিজমা ১০০শত বছরের ঊর্ধ্বে ভোগ দখল করে ঘরবাড়ি রান্নাঘর পুকুর , বাশঝাড় ইত্যাদি তৈরি করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছেন।স্থানীয় সূত্রে জানা যায়, মৃত পাগল শেখ ও স্ত্রী বাদেজান বিবি মৃত্যুর পর অরেশ হিসাবে পুত্র জিয়াদআলি, হযরত আলী, হেকমত আলী, আকতার আলী, কন্যা কুলসুম খাতুন হামিদা খাতুন কে রেখে মৃত্যুবরণ করেন। উক্ত নালিশি সম্পত্তির এস এ কার্ডের মালিক বাদীর মাতা বদেজানবিবি।সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে বর্তমান জরিপে এসে কৌশলে বিবাদী আব্দুল কাদের এর পিতা তমিজউদ্দিন এর নামে উক্ত খতিয়ানভুক্ত ১৯শতকের মধ্যে ১৬ শতক জমি রেকর্ড করেন। বাদী জিয়াদআলী বলেন উক্ত রেকর্ড সংশোধনের জন্য আদালতে আমি মামলা দায়ের করেছি, আমার মামলা চলাকালীন বিবাদী পক্ষগণ উক্ত এস এ রেকার্ডিও ১৯ শতক জমির মধ্য থেকে ৭ শতক জমিতে বাপ-দাদার কবরস্থান। উক্ত কবরস্থানে আমার ওয়ারিশগন, গুরাইগাজী, বিশু গাজী, বৈরুল্লা, লক্ষী বিবি, সফুরা খাতুন, আকবর আলি, রিজিয়া খাতুন ও পিতা-মাতাসহ আরো অনেকে ঘুমিয়ে আছে। সে কবরস্থানের উপরে বেবাদীগংরা জোরপূর্বক ১৬ ই এপ্রিল সকালে হাতে কুড়াল দা নিয়ে কবরস্থানের উপর থেকে বাঁশ কাটতে থাকে, একপর্যায়ে ভূমিদস্যুরা সেখানে কবরের উপরএকখানা টিনের ঘর তৈরি করে, আমি বাধা প্রদান করিলে বেবাদী পক্ষগণ আমাকে খুন জখম করতে উদ্দিত হয় , এ ব্যাপারে ভূমিদস্যুদে আইনের আওতায় এনে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।
পূর্ববর্তী পোস্ট