শহর প্রতিনিধিঃ ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড-এর উদ্যোগে বিনামূল্যে নাক, কান, গলার রোগী দেখা মেডিকেল ক্যাম্প-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৯ ই জুলাই বিকাল সাড়ে ৩ টায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড এর কনসালটেন্ট চত্ত্বরে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে বিনামূল্যে রোগী দেখেন ও ব্যবস্থাপত্র প্রদান করেন সাতক্ষীরা সদর হাসপাতালের কনসালটেন্ট ইএনটি-হেড-নেক সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. হাছিবুর রহমান রিমন। এসময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড’র প্রশাসন ও হাসপাতাল ইনচার্জ মুহাম্মদ মাহবুবুর রহমান, হিসাব ইনচার্জ শেখ শরিফুল আওয়াল, মার্কেটিং অফিসার মো. আব্দুল হাকিম, পিআরও মো.মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এসময় সাতক্ষীরা শহরসহ বিভিন্ন এলাকা হতে আগত ৫০ জনের অধিক নাক,কান,গলা রোগীদের মাঝে বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
পূর্ববর্তী পোস্ট