ফিরোজ হোসেন, সাতক্ষীরা ঃ
ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের পক্ষ থেকে সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়কে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।ইসলামী ব্যাংক হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মো. আনোয়ারুল হুসাইনের নেতৃত্বে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াতের নিকটন এ শুভেচ্ছা উপহার হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন ডা. মো. সাইফুল আলম, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক চক্রবর্তী, ইসলামী ব্যাংক হাসপাতালের হিসাব কর্মকর্তা শেখ শরিফুল আওয়ালসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য ১ হাজার বক্স ফেসিয়াল টিস্যু হাসপাতাল কর্তৃপক্ষ সিভিল সার্জনের নিকট হস্তান্তর করেন।