নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাপ্তাহিক সরকারী ছুটিসহ টানা ৯দিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে, আমদানি রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা জানান, আজ শুক্রবার (২৮মার্চ) সাপ্তাহিক সরকারী ছুটিসহ আগামীকাল ২৯ মার্চ (শনিবার) থেকে আগামী ৫ এপিল (শনিবার) পর্যন্ত টানা ৯ দিন বন্দরের সকল ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৬ই এপ্রিল রবিববার থেকে যথারীতি আমদানি-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। তিনি আরো জানান, ভোমরা কাস্টমস সিএন্ডএফ এসোসিয়েশন ও ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার এসোসিয়েশনের মধ্যে আলোচনা সাপেক্ষে উভয় দেশের সম্মতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে, পাসপোর্টধারী যাত্রীরা এি সময়ে যথারীতি যাতায়াত করতে পারবেন।
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুফাল দুলাল মন্ডল জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা এই সময়ে যথারীতি যাতায়াত করতে পারবেন।
ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার আবুল কালাম আজাদ বলেন, ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে এবং জাতীয় রাজস্ববোর্ডের দিক নির্দেশনা মোতাবেক সাপ্তাহিক ছুটিসহ আজ শুক্রবার ২৮ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল শনিবার পর্যন্ত টানা ৯ দিন বন্দরের আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে, এই সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন বলে এই কর্মকর্তা আরো জানান।
পূর্ববর্তী পোস্ট