মোঃ আকবর হোসেন,তালাঃ
সাতক্ষীরার তালা বাজারে একই রাতে চারটি দোকানে চুরি হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারী) দিবাগত রাতে তালা বাজারে আল-আমীন হোটেল মোড়ে এই চুরির ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্বাস টেলিকম, জনতা লন্ড্রী, ও লিটনের ফেন্সী টেলিম এর দোকানের পেছনের দরজা ভেঙ্গে এবং বিশিষ্ট মুদি ব্যবসায়ী আঃ হামিদ এর দোকানের উপরের টিনের চালের নাট স্কু কেটে দোকানে ঢুকে চোর চক্র বিভিন্ন জিনিস পত্র চুরি করে। এর ভেতরে বিশ্বাস টেলিকম থেকে একটি পুরাতন ল্যাপটপ যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা এবং মুদি দোকান হতে কয়েক হাজার টাকা নিয়ে যায়। উল্লেখ্য যে উক্ত টাকাগুলি ফকিরের রেখে যাওয়া গচ্ছিত ভিক্ষার টাকা ছিলো। চোরেরা আরও টাকা খোজার জন্য দোকানের মালপত্র তছনছ করে ফেলে রেখে যায়। এসময় চোর দোকান হতে পানি ও মোয়া নিয়ে দোকানের পিছনে গিয়ে কিছু খায় ও ফেলে রেখে যায়।
এবিষয়ে মুদি দোকানদার আঃ হামিদ ও তার পুত্র মাসুম বিল্লাহ বলেন, আমরা প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়ীতে যাই। এদিন সকালে দোকান খুলে দোকানের ভেতর জিনিস পত্র এলোমেলো অবস্থায় দেখতে পাই এবং দোকানে ভিক্ষুকের গচ্ছিত কয়েক হাজার টাকা চোরেরা চুরি করে নিয়ে যায় । বিশ্বাস টেলিকমের মালিক বলেন, আমার দোকানের পেছনের দরজা ভেঙ্গে দোকান এলামেলো করে একটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায় যায়, অনুমানিক মূল্য ২০ হাজার টাকা।
এবিষয়ে তালা থানার অফিসার ইনচাজ শাহিনুর রহমান জানান , বিষয়টি শুনে সাথে সাথে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। উক্ত সময়ে জামায়াতের জেলা নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।