ফিরোজ হোসেন, সাতক্ষীরাঃ
সাতক্ষীরাসহ পাশ্ববর্তী অঞ্চলের সকল মানুষের চোখের অত্যাধুনিক সেবা প্রদানের লক্ষে দৃষ্টি আই হসপিটাল সাতক্ষীরা লিমিটেডের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় সাতক্ষীরা শহরের নারিকেলতলা মোড় এলাকায় এ হসপিটালের উদ্বোধন করা হয়। দৃষ্টি আই হসপিটাল সাতক্ষীরা লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডাঃ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দৃষ্টি আই হসপিটাল সাতক্ষীরা লিমিটেডের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও সাতক্ষীরা বিএম এর সাধারণ সম্পাদক ডাঃ মো. মনোয়ার হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম,ডাক্তার মাসুদুল হাসান করনিয়া বিশেষজ্ঞ ডাক্তার ওমর ফারুক, রেটিনা বিশেষজ্ঞ ডাক্তার জহিরুল ইসলাম । এসময় দৃষ্টি আই হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও বিখ্যাত রেটিনা বিশেষজ্ঞ ডাঃ মো. মনিরুজ্জামান, ডাঃ মো. মেহেদী হাসান, ডাঃ মীর আশরাফুল কবীর, মেডিকেল অফিসার তারেক হাসানসহ বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও সাতক্ষীরার বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৩শত মানুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ডাঃ মীর আশরাফুল কবীর। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রাইভেট প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষকে সেবা দিতে হবে। বিশেষ করে গরিব মানুষদের বিষয়টি দেখতে হবে। যাহাতে তারা সঠিক সেবা পায়।
পূর্ববর্তী পোস্ট