ফিরোজ হোসেন, সাতক্ষীরা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর
উত্তারায় পুলিশের গুলিতে নিহত সাতক্ষীরার দেবহাটায় মেধাবী
শিক্ষার্থী আসিফ হাসানের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ-খবর
নিয়েছেন সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ,
নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামসহ বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
রবিবার সন্ধ্যায় শহীদ আসিফ হাসানের গ্রামের বাড়ি দেবহাটা
উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুরে যান তারা। এসময় শহীদ
আসিফ হাসানের কবর জিয়ারাত শেষে পরিবারের সদস্যদের সাথে কথা
বলেন এবং শহীদ পরিবারটির সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, সমন্বয়ক নাজমুল হোসেন রনি,
সাদ্দাম হোসেন, মোহিনী তাবাসসুম।
উল্লেখ্য, গত ১৮ জুলাই রাজধানীর উত্তরায় কোটা সংস্কার আন্দোলনে
গুলিবিদ্ধ হয়ে শহীদ হন আসিফ হাসান। আসিফ সাতক্ষীরার দেবহাটা
উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর গ্রামের মাহমুদ আলম
গাজীর ছেলে ও নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অনার্স
দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র ছিলেন।
পূর্ববর্তী পোস্ট