মো:সাইদুল হোসেন প্রতিনিধি:সাতক্ষীরা সদর উপজেলার ১০ নং আগরদাঁড়ী ইউনিয়ের সরদার বাড়ী মোড়ে কাঠ বোঝায় ট্রলির মোচ ভেঙ্গে ট্রলি ড্রাইভার নিহত হয় সদর উপজেলার কুশখালী ইউনিয়নের সাতানী গ্রামের মৃত ইমান আলী সরদারের ছোট ছেলে ইব্রাহিম হোসেন খোকন (৪০)১০ডিসেম্বর বুধবার রাত ০৭:৪৫ মিনিটে তার পরিবারের সদস্যদের সাথে সাতক্ষীরা সদর ও দেবহাটা আসনের দাঁড়িপাল্লা প্রতিকের নমীনি মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব সাৎক্ষাত করেন এবং সমবেদনা জানান, এ সময় আরো উপস্থিত ছিলেন মাওঃ শাহাদাৎ হোসেন সাবেক উপজেলা আমির, মাওঃ মাহফুজুর রহমান, ক্বারি গোলাম রসুল শাহী, প্রভাষক আনারুল ইসলাম, আফসারউদ্দীন মণ্ডল ও স্থানীয় নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
