মোঃ আকবর হোসেন, তালা:
সাতক্ষীরার তালায় ঘূণীঝড় ইয়াসের প্রভাবে কপোতাক্ষ নদের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। পানির প্রবল চাপে বালিয়ায় টিআরএম এর বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশ করেছে। বুধবার(২৬ মে) দুপুরে জোয়ারের পানিতে এ অঞ্চল প্লাবিত হয়। তালা উপজেলা নির্বাহী অফিসার পানি উন্নয়ন বোর্ডকে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এ সময় তড়িৎ গতিতে টিআরএম এর ক্ষতিগ্রস্হ এলাকা পরিদর্শন করেন, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান, সহকারী কমিশনার ভূমি তারেক সুলতান, তালা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, তালা জনসাস্থ প্রকৗশলী মোঃ মফিজুল ইসলাম, খেশরা ইউপি চেয়ারম্যান রাজিব হোসেন রাজু, সাবেক ইউপি চেয়ারম্যান ্এসএম লিয়াকত হোসেনসহ রাজনৌতিক ব্যক্তিবর্গ প্রমুখ।
সাবেক ইউপি চেয়ারম্যান শিক্ষক এস,এম লিয়াকত হোসেন জানান, কয়েক মিনিটের মধ্যে বেড়ী বাঁধ ভেঙ্গে বালিয়া দাখিল মাদ্রাসাসহ ১৩-১৪ ঘরবাড়ি প্লাবিত হয়। আকস্মিক ভাবে বাধ ভেঙ্গে যাওয়ায় ঘরবাড়ি থেকে লোকজন কোন জিনিস সরানোর সুযোগ পায়নি।
খেশরা ইউনিয়নের চেয়ারম্যান রাজিব হোসেন রাজু জানান, বুধবার দুপুরে জোয়ারের পানিতে বালিয়া বেইলী ব্রীজের বেড়ী বাঁধ ভেঙ্গে নিন্মঞ্চল প্লাবিত হয়। অনেক বাড়ির ঘর প্লাবিত হয়েছে। এলাকার সাধারণ মানুষের সহায়তায় বাঁধটি মেরামতের জন্য কাজ করছি।
তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল- হাসান জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় প্রতিনিধিদের নিয়ে ক্ষতিগ্রস্থ বেড়ি বাধ পরিদর্শন করেছি এবং পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত মেরামতের ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছি।
উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, সংবাদ শুনে আমরা দ্রুত টিআরএম এলাকার ক্ষতিগ্রস্থ বেড়ীবাধ পরিদর্শন করেছি। সকলকে সাথে নিয়ে দ্রæততম সময়ের মধ্যে যাতে ক্ষতিগ্রস্থ বেড়ীবাধ মেরামত করা হয় সেই ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ তহিদুল ইসলাম জানান, আমি টিআরএম এলাকা পরিদর্শন করেছি, আমার লোকজন নিয়ে বালির বস্তা দিয়ে বেড়িবাধ মেরামতের চেষ্টা করছি।