মোঃ দেলোয়ার হোসেন সাতক্ষীরা:
সাতক্ষীরা সদর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত আম আটক এবং ধ্বংস করেছে বিজিবি
০৬ মে মঙ্গলবার রাতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৩৮০ লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল আসামীবিহীন মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত আম আটক করে।
০৬ মে ২০২৫ তারিখ ১৪০০ ঘটিকায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর হাবিলদার মোঃ মাহমুদুল হাসান এর তথ্যের ভিত্তিতে জানা যায় কতিপয় অসাধু ব্যবসায়ী ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত আম বিক্রির উদ্দেশ্যে ট্রাকে করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গমন করবে। উক্ত তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়ন অধিনায়কের সার্বিক দিক নির্দেশনায় সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল সাতক্ষীরাস্থ পুরাতন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০২টি ট্রাক আটক করে। এ সময়ে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জনাব প্রনয় বিশ্বাস, জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা, কৃষিবিদ মোঃ জিয়াউর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সাতক্ষীরা এবং বিজিবির সমন্বয়ে গঠিত পর্ষদ সরেজমিনে পরীক্ষা-নিরীক্ষা করতঃ ০১টি ট্রাকের আম ভেজালমুক্ত প্রমানিত হওয়ায় ছেড়ে দেয়া হয় এবং অপর ০১টি ট্রাক তল্লাশি করে (১৫০ ক্যারেট) ৩,৭৫০ কেজি ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত আম পাওয়া যায়; যার মূল্য (৩,৭৫০ কেজি x ২০০/-) ৭,৫০,০০০/- (সাত লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। আমের মধ্যে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যের মিশ্রনের অপরাধে ফল ব্যবসায়ী স্বপন মিয়া (৩৪), পিতা-গোপাল চন্দ্র দাস, গ্রাম-সুন্দরপুর, ডাকঘর-মনিরামপুর, থানা-যশোর সদর, জেলা-যশোর’কে ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করা হয়। আটককৃত আম ও জরিমানাসহ সর্বমোট সিজার মূল্য (৭,৫০,০০০ + ১০,০০০) = ৭,৬০,০০০/- (সাত লক্ষ ষাট হাজার) টাকা।
পরবর্তীতে উক্ত ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশ্রিত ৩,৭৫০ কেজি আম মানবদেহের জন্য ক্ষতিকর বিধায় পর্ষদের নির্দেশক্রমে ধ্বংস করা হয়।