শাহ জাহান আলী মিটন, শহর প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৩ ই ফেব্রুয়ারী সোমবার সকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল আমিন’ র সভাপতিত্বে ও জেলা শিল্প কলা একাডেমির সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল, জেলা সাংস্কৃতি অফিসার ফাইজা হোসেন অন্বেষা।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা শিল্প কলা একাডেমির সহ সভাপতি শেখ নুরুল হক, শিল্প কলা একাডেমির শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, বিশ্বজিৎ সাহা সহ সম্প্রীতি বাকশ্রবন প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়, সাতক্ষীরা বাক ও শ্রবন প্রতিবন্ধী স্কুল, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুল, সুইড খ্যাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
অনুষ্ঠানে একক অভিনয়, নৃত্য,কবিতা আবৃত্তি, ইসলামি সংগীত, দেশাত্মবোধক গানে অংশগ্রহনকারি বিজয়ী মাঝে পুরুষ্কার বিতারন করা হয়।