স্টাফ রিপোর্টার ঃ
ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের জনশক্তিদের সাথে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ০৭ সেপ্টেম্বর বেলা ১২ টায় হাসপাতালে মতবিনিময় সভায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার পরিচালক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডাঃ কাজী শহিদুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর সালেহ জহুর। এসময় আরো বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এজিএম জসীম উদ্দিন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটের খুলনা বিভাগের জোনাল হেড আব্দুস সালাম, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ট্রেনিং কো-অর্ডিনেটর ডাঃ মোজাম্মেল হোসেন, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালসমূহের ইনচার্জ মোঃ মনিরুজ্জামান। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চিকিৎসা সেবা একটি মহৎ কাজ। মানুষকে সেবা করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যারা দেশকে ভালবাসে তারা সরকারের পাশাপাশি বেসরকারিভাবে মানুষকে সেবা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। ইসলামী ব্যাংক ফাউন্ডেশন সরকারের পাশাপাশি থেকে জনগনকে সেবা দিয়ে যাচ্ছে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন।