ফিরোজ হোসেন, সাতক্ষীরা :
ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সাবেক সদস্য প্রশাসন ও ইসলামী ব্যাংক হাসপাতালের প্রতিষ্ঠাতা শহীদ মীর কাসেম আলী (রহঃ) এর ৯ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার
স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৩ সেপ্টেম্বর) দুপুর ২ টায় ইসলামী ব্যাংক হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে হাসপাতালের দ্বিতীয় তলায় এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড এর প্রশাসনিক ইনচার্জ মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের হিসাব কর্মকর্তা শেখ শরিফুল আওয়াল, প্রশাসনিক কর্মকর্তা মো. মঞ্জুরুল ইসলাম খান, মার্কেটিং ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল বুলবুল প্রমুখ। এসময় হাসপাতালের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ দোয়া মাহফিলে অংশ নেয়।
অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, হাফেজ কহিনুর ইসলাম। আলোচনা সভায় বক্তারা বলেন, মীর কাসেম আলী দেশের মানুষের কল্যাণে অসংখ্য প্রতিষ্ঠান গড়ে গেছেন। তার গড়া প্রতিষ্ঠানে হাজার পরিবার কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। তিনি চলে গেলেও তার কাজ যুগে যুগে চলমান থাকবে।