নিজস্ব প্রতিনিধি : রোটারি ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে বাৎসরিক
বৃক্ষরোপন কর্মসূচীর আলোকে তাল গাছসহ বিভিন্ন ফলজ, বণজ ও ভেষজ গাছের চারা
রোপন করা হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সাতক্ষীরা সদর
উপজেলার বাঁশদাহ ইউনিয়নের তলুইগাছা সীমান্তের ওয়াপদা ভেড়িবাঁধে ৩০ কিঃ
মিঃ লক্ষ্য মাত্রা নিয়ে তাল গাছ ও অন্যান্য গাছ রোপন কার্যক্রমের উদ্বোধন
করা হয়। বৃক্ষ রোপন কর্মসুচিতে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব সাতক্ষীরার
প্রেসিডেন্ট ফারহা দীবা খান সাথী, ক্লাব সেক্রেটারী মো. মশিউর রহমান
বাবু, এ্যাসিসটেন্ট গভর্ণর এনছান বাহার বুলবুল, ডিস্ট্রিক্ট এডিটর পিপি
মাহমুদুল হক সাগর, চেয়ারপারসন পিপি মো. মাগফুর রহমান, পিপি আশরাফুল করিম
ধনি, রোটারিয়ান মো. কামরুজ্জামান রাসেল, রোটারিয়ান নুর মোহাম্মাদ পাড়,
রোটারিয়ান শেখ কামরুজ্জামান, রোটারিয়ান ইসমাইল হোসেন, রোটারেক্ট ক্লাব অব
সাতক্ষীরার সহ-সভাপতি রোটারেক্ট মো. কাইয়ুম, সহ-সভাপতি রোটারেক্ট আতিক
মুজাহিদ, রোটারেক্ট যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমানসহ স্থানীয়
গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট