ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর ও দেবহাটা ২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর ) সাতক্ষীরা শহরের ১ নং ওয়ার্ডের কাটিয়া আমতলায় এ পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভায় ১ নং ওয়ার্ড জামাতের আমীর মোঃ জিয়াউর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মনার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দাঁড়িপাল্লা প্রতীকের কান্ডারী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক। এসময় বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামাতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আজিজুর রহমান, শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম, শ্রমিককল্যাণ ফেডারেশনের শহর সেক্রেটারি মো. হাফিজুর রহমান প্রমুখ । পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, একটি কল্যাণ রাষ্ট্র গঠন একই সময়। সুদ, ঘুষের বিরুদ্ধে সকলে মিলে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়। আসুন বলি আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। তিনি আরো বলেন, সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের সাথে সনাতন ধর্মাবলম্বী ভাইরা দেশের উন্নয়নের লক্ষে জামায়াতে ইসলামীর সাথে কাজ করছে। আপনারা ভোট দিলে দেশ এগিয়ে যাবে।
