এস এম আব্দুল্লাহ,বেনাপোল প্রতিনিধিঃ শার্শায় থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত সেই শিশু নিলার চিকিৎসার জন্য এগিয়ে এলেন সামাজিক সংগঠন অসহায় মানুষের বন্ধু ফাউন্ডেশন।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশুটির জন্য সহায়তার স্ট্যাটাস দেখে ২০ হাজার টাকা দিয়ে তাকে সহযোগিতা করেন ।
অসুস্থ নিলা উপজেলার রুদ্রপুর গ্রামের হতদরিদ্র দিনমজুর আসাদুজ্জামানের মেয়ে।জম্মের মাত্র আড়াই মাস বয়স থেকে নীলা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়।বর্তমানে সেটা জটিল আকার ধারন করেছে।উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।আর এই চিকিৎসা করাতে প্রয়োজন ৩ লক্ষ টাকা।যেটা দিনমজুর আসাদুজ্জামানের জন্য কঠিন হয়ে পড়েছে।সহযোগীতা চেয়ে সম্প্রতি বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশুটির জন্য স্টাটাস দেখে তাকে ২০ হাজার টাকা সহযোগিতা করেন সামাজিক সংগঠন অসহায় মানুষের বন্ধু ফাউন্ডেশন।
এসময় উপস্হিত ছিলেন, অসহায় মানুষের বন্ধু ফাউন্ডেশনের সভাপতি, ইনামুল হাসান,
পরিচালক সাজ্জাদ আহম্মেদ সাজু,
সাংগঠনিক সম্পাদক আঃ রাহমান
সাংবাদিক আজিজুল ইসলাম সহ অন্যন্য সদস্য গন।