আনিসুর রহমান ঃ
এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের কেজি ২০ থেকে ৩০ টাকা বেড়ে ১০০ টাকায় দাঁড়িয়েছে। প্রতিদিনের রান্নায় ব্যবহৃত কাঁচা মরিচের দামের এমন ঊর্ধ্বমুখীতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। প্রকারভেদে মৌতলা বাজারে যে মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০-৯০ টাকায়, সেই মরিচ এলাকার বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে ৯০ টাকা থেকে ১১০ টাকায়। শনিবার বিভিন্ন বাজার ঘুরে কাঁচা মরিচের দামের এমন চিত্র দেখা গেছে। শ্যামনগর বাজারের সবজি বিক্রেতা বনমালি বলেন, সাধারণত বাজারে দুই ধরনের মরিচ বেশি বিক্রি হয়। একটিকে দেশিজাত, অন্যটিকে বিন্দু মরিচ বলে। মৌতলা বাজারে দেশি মরিচের পাল্লা ৪০০-৪৫০ টাকা এবং বিন্দু মরিচ বিক্রি হচ্ছে ৫০০ টাকা পাল্লা। সরবরাহ আগের মতোই মনে হচ্ছে। তারপরও দাম একটু বেশি। অন্যদিকে সবজি বিক্রেতা উজ্জ্বল বলেন, প্রতি পাল্লা মরিচ ৪০০ থেকে ৫০০ টাকায় কিনলে গাড়ি ভাড়া ও অন্যান্য খরচ ধরে ৯০-১০০ টাকার উপরে বিক্রি না করলে আমাদের চলে না। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে। কেন বেড়েছে বাজারের লোকজন বলতে পারছে না। তিনি বলেন, এরমধ্যে বিন্দু জাতের মরিচ ১০০ টাকার বেশি দামেও বিক্রি করতে হচ্ছে। এখন আবার বেড়েছে বেগুনের দাম। অন্যদিকে আজকের বাজার ঘুরে শসার দাম তুলনামূলক কম পাওয়া গেছে। শসা বিক্রি হচ্ছে মান ভেদে ৩০-৩৫ টাকা কেজিতে। অন্যদিকে টমেটো বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়। বাজারে আসা এক ক্রেতা বলেন, চাকরিজীবীদের বর্তমানে টিকে থাকা দায়। প্রতিদিনই কিছু না কিছু পণ্যের দাম বাড়ছে। সরকার বা সরকারের কোনো কোনো সংস্থার নিয়ন্ত্রণ নেই। মাঝখান থেকে আমাদের মতো নিম্নবিত্তের সমস্যার শেষ নেই।
শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে জয়ন্ত কুমার নামে এক যুবকের মৃত্যু
আনিসুর রহমান ঃ
শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে জয়ন্ত কুমার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ১২ এপ্রিল মঙ্গলবার বিকাল ৫টার দিকে নিজ বাড়িতে কাজ করার সময় অসাবধানবশত বিদ্যুৎ স্পৃষ্টে তার মৃত্যু হয়। সে উপজেলা সদরে নকিপুর গ্রামের বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী গোপিনাথের ছেলে। পারিবারিক সূত্রমতে, বিকালের দিকে বৈদ্যুতিক ফ্যানে সংযোগ দেওয়ার সময় অসাবধানবশত বিদ্যুৎ স্পৃষ্টে গুরত্বর আহত হয় সে। এসময় দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ রিতা রানী পাল তাকে মৃত ঘোষনা করে। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
আনিসুর রহমান
তারিখ- ১২/০৪/২০২২