নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমির হামজা নামক এক ব্যাবাসায়ীর ২৩ লক্ষ টাকা তার দুইজন কর্মচারীর থেকে ছিনতাইয়ের ঘটনায় স্বেচ্ছাসেবকদলনেতা মো. রফিকুজ্জামান(২৬) মো. আলিম উদ্দীন গাজীকে(৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার রাতে ও সোমবার সকালে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে এক প্রেসবিফিংএ এতথ্য জানান জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম।
জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, গত বছরের ১৯ডিসেম্বর সাতক্ষীরা থেকে ভোমরাস্থল বন্দরের যাওয়ার পথে আলিপুর ঢালীপাড়া এলাকা থেকে আমির হামজা নামে এক ব্যাবসায়ীর দুই কর্মচারীকে মারপিট করে ২৩লক্ষ৩৮হাজার ৫শত টাকা সহ একটি মোবাইল ছিনিয়ে নেয় দূর্বিত্তরা।
ওই সময় মেহেদি হাসান মুন্না নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সেপার্দ করে স্থানীয়জনতা । এরপর আসামী ১৬৪ধারার জবানবন্ধী অনুযায়ী ঘটনায় জড়িতদের খুঁজতে থাকে পুলিশ। পরবর্তীতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম রবিবার রাতে শহরের কাশিমপুর এলাকা থেকে রফিকুজ্জামানকে এবং ভোররাতে লক্ষীদাঁড়ি এলাকা থেকে আলিম উদ্দীনকে গ্রেপ্তার করে।
পুলিশ সুপার আরো বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের কাছ থেকে ৩লক্ষ ৯৩হাজার টাকা উদ্ধার করা হয়েছে।এছাড়া মামলার অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।