নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার রাস্তা-ঘাট উন্নয়নের লক্ষ্যে সাতক্ষীরা
সড়ক ও জনপদ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন’র সাথে
জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে সড়ক ও জনপদ বিভাগ সাতক্ষীরা’র প্রধান নির্বাহীর কার্যালয়ে
সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির আয়োজনে সাতক্ষীরা
জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত
সম্পাদক ও প্রকাশক জি এম নুর ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলার
রাস্তা-ঘাটের সামগ্রীক উন্নয়ন ও বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন
জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট
সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল
হোসেন, আব্দুর রব ওয়ার্ছি, ফারহা দীবা খান সাথী, সাধারণ সম্পাদক মো.
মশিউর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, ফরিদা
আক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, অফিস সম্পাদক
শেখ সোহরাব হোসেন বাবু, জন-সংযোগ সম্পাদক আবুল কালাম, ক্রীড়া সম্পাদক মীর
তাজুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য মো. শফি উদ্দিন, কাউন্সিলর শফিকুল আলম
বাবু, মো. হায়দার আলী, মো. হাফিজুর রহমান ও মাসুদুর জামান সুমন প্রমুখ।
সাতক্ষীরা জেলাবাসীর রাস্তা-ঘাটের উন্নয়নের লক্ষ্যে জেলা নাগরিক অধিকার ও
উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার চলাচলের
অনুপযোগি রাস্তা সংস্কারের জন্য দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও সাতক্ষীরার
বিনেরপোতা থেকে রামচন্দনপুর ৭.৫ কিঃ মিঃ রাস্তার সংযোগ সড়ক সম্পর্কে
প্রধান নির্বাহী প্রকৌশলী বলেন, জেলা প্রশাসকের নিকট জরিপের জন্য এসেছে।
জেলা প্রশাসক প্রত্যায়ন দিলে দ্রুত একনেকে যাবে বলে জানান। সাতক্ষীরা
নিউমার্কেট রক্সী সিনেমা হল থেকে আলীপুর মোড় পর্যন্ত ৪ লেন রাস্তা ১২৩২
কোটি টাকার প্রজেক্ট পাশের জন্য একনেকে গেছে বলে জানান এবং নিউমার্কেট
থেকে পাকাপুল ব্রীজ পর্যন্ত ৪ লেন রাস্তা হবে, ভোমরা স্থলবন্দরে ১ কিঃ
মিঃ ৪ লেন রাস্তা ঢালাইর কাজ শুরু হয়েছে, খুলনা রোডের মোড় থেকে খুলনা
পর্যন্ত ৬ লেন রাস্তার প্রস্তাব পাঠানো হয়েছে এবং জেলা নাগরিক অধিকার ও
উন্নয়ন সমন্বয় কমিটির দাবি অনুযায়ী সাতক্ষীরার মেন মেন ৬ টি সড়ক শ্রেণি
পরিবর্তন করে জাতীয় সড়কের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। এখন এমপি মহোদয়ের
ও জেলা প্রশাসকের সহযোগিতা পেলে দ্রুত সব বাস্তবায়ন হবে। সড়ক ও জনপদ
বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দদের
উদ্দেশ্যে বলেন, এই প্রজেক্ট গুলো যাতে দ্রুত বাস্তবায়ন হয় তার জন্য
জেলা নাগরিক কমিটির পক্ষ থেকে এমপি মহোদয় ও জেলা প্রশাসক সহ উর্ধ্বতন
কর্মকতাদের নিকট বিশেষ আহবান জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন উন্নয়ন ও সমস্যা
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে তুলে ধরেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা
নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান
বাবু।
পূর্ববর্তী পোস্ট