নিজস্ব প্রতিবেদকঃ ১৭ মার্চের মধ্যে পাচিল সরায়ে রাস্তার দাবীসহ বিভিন্ন দাবীতে সাতক্ষীরা আইনজীবীরা মানবন্ধন করেছে। বুধবার
সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত জজকোর্টের সামনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ এম, শাহআলম ।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ তোজাম্মেল হোসেন তোজাম এর পরিচালনায় বক্তব্য রাখেন এ্যাডঃ আজাদ হোসেন বেলাল , এ্যাডঃ শাহনাজ পারভীন মিলি , এ্যাডঃ ওসমান গনি , এ্যাডঃ তামিম আহমেদ সোহাগ , এ্যাডঃ ওকালত হোসেন, এ্যাডঃ ফাহিমুল হক কিসলু,এ্যাডঃ আবুল কালাম আজাদ, এ্যাডঃ সাহেদুজ্জামান সাহেদ, এ্যাডঃ আল মাহমুদ পলাশ, সুশীল সমাজের অধ্যক্ষ আনিসুর রহিম, ওবায়দুস সোবহান বাবলু, অধ্যক্ষ আব্দুল হামিদ , আলিনুর খান বাবলু, অধ্যক্ষ আশেক ইলাহী, সুধাংশ শেখর সরকার, মাধব দও , ছিদ্দিকুর রহমান।
সাতক্ষীরা জেলার ২২ লক্ষ মানুষের প্রানের দাবী সাতক্ষীরা জজকোর্ট থেকে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্টেট কোর্টের মধ্যকার পাচিল ভেঙে রাস্তা করার জোর দাবী জানান । অন্যথায় ২২ মার্চের পর আইনজীবীরা একনেকে পাশ করা ম্যাপ অনুযায়ী রাস্তা আইনজীবীরা করবে।
পূর্ববর্তী পোস্ট