ফিরোজ হোসেন, সাতক্ষীরা ঃ বাংলাদেশ কৃষকলীগ সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৫ই নভেম্বর) সকাল ১০ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ সম্মেলন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মনজুর হোসেনের সঞ্চালনায় জাতীয় সংগীত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক-এমপি। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি-এমপি।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি শরিফ আশরাফ আলী, মাকসুদুল আলম, যুগ্ম-সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, এডঃ শামিমা আক্তার খানম-এমপি, কৃষিবিদ ডঃ মোহাঃ হাবিবুর রহমান মোল্যা, মোঃ নূরে আলম সিদ্দীকি হক, নাজমুল ইসলাম পানু, মোঃ রেজাউল ইসলাম রেজা, মোঃ শাহিনুর রহমান, হালিমা রহমান, মোঃ নূরুল ইসলাম বাদশা, মাহফুজা আক্তার রুবি, দিলুপ অধিকারী, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি একে ফজলুল হক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাবেক ছাত্রনেতা সাহিদ উদ্দিন, নরিম আলী মাষ্টার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগ নেতা মোঃ মইনুল ইসলাম, এডঃ আল মাহমুদ পলাশ, শেখ হেদায়েতুল ইসলাম, এসএম শহীদুল ইসলাম, ইন্দ্রজিৎ সাধু, রাশেদ সরোয়ার শেলি, গিয়াস উদ্দিন, সামছুজ্জামান জুয়েল, শাহ আনারুল ইসলাম, আব্দুর রাজ্জাক, এম আইয়ুব হোসেন, আতিয়ার রহমান, বাসুদেব সিংহ, শফিকুল ইসলাম, তাজমিনুর রহমান টুটুল, রেজাউল করিম প্রমুখ।
সম্মেলনকে কেন্দ্র করে বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ সম্মেলন স্থলে এসে মিলিত হয়।
উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ বলেছেন, আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় এসে সরকার গঠন করবে। কোন চক্রান্ত ও ষড়যন্ত্র আওয়ামী লীগের বিজয়কে নস্যাৎ করতে পারবে না।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপির সময় কত মেগাওয়াট বিদ্যুৎ ছিল। তারা হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। তাদের সময় ছিল ৩ মেগাওয়াট। আজকে ৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উদৎপাদন করছি। বিএনপি সাহেবরা উন্নয়ন দেখতে পায় না। বুঝতে তারা যেন আমাদের পাশে থেকে বিপদে না ফেলতে পারে সেদিক সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।