ফিরোজ হোসেন,সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে ২০২১ – ২০২২ অর্থ
বছরের গৃহীত প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুন) বেলা
১২ টায় সাতক্ষীরা জেলা পরিষদ প্রাঙ্গনে স্থানীয়
সরকার বিভাগ সাতক্ষীরার উপপরিচালক ও জেলা পরিষদের প্রধান নির্বাহী
কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাশরুবা ফেরদৌস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে
চেক বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম। এ সময় অতিথি হিসেবে বক্তব্য
রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা পরিষদের সাবেক সদস্য আলহাজ্ব মো. আল ফেরদাউস
আলফা, জেলা পরিষদের সাবেক সদস্য মীর জাকির হোসেন। এসময় জেলা পরিষদের প্রকৌশলী মো. ইয়াকুব আলী, হিসাব কর্মকর্তা মো. আবু হুরায়রা, নিম্মমান সহকারী মেহেদী হাসানসহ উপকারভোগীরা উপস্থিত
ছিলেন। প্রমুখ। অনুষ্ঠানটি
সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান।
জেলার ২২১টি প্রতিষ্ঠানের মাঝে ১ কোটি ৬ লক্ষ ৫১ হাজার টাকার চেক বিতরণ
করা হয়েছে। এসব প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান
,স্কুল-কলেজ ,শ্মশান, মন্দির ও সামাজিক সংগঠনের মাঝে এ চেক বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, জেলা পরিষদ যে চেক বিতরণ করছে তা সরকারের পক্ষ থেকে দেওয়া। ২২১ টি প্রতিষ্ঠানের উন্নয়নে সরকার পদক্ষেপ গ্রহন করেছেন বলেই এই অনুদান দেওয়া সম্ভব হয়ছে।
পূর্ববর্তী পোস্ট