স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষকদ্বয় মোঃ সিরাজুল ইসলাম ও মোঃ মতিউর রহমান, বিদ্যালয় সিনিয়র শিক্ষক মোঃ ইয়াহিয়া ইকবাল, গাজী মোমিন উদ্দিন ও শেখ মুস্তাফিজুর রহমান। এর আগে সকালে র্যালি সহকারে খুলনা রোডস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ এর মাধ্যমে কার্যক্রম শুরু হয়। বিপুল সংখ্যক শিক্ষার্থী এই র্যালিতে অংশগ্রহণ করে। এছাড়া সাতক্ষীরা স্টেডিয়ামে কুচকাওয়াজ, শরীর চর্চা ও ডিসপ্লে প্রতিযোগিতায় অংশ নেয় এছাড়া বিদ্যালয়ে, চিত্র অংকন প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে ১৯৭১ সালে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান হয়। দোয়া পরিচালনা করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জিল্লুর রহমান। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন, বিদ্যালয়ের শিক্ষার্থী আবু নাহিদ সাদী।