নিজস্ব প্রতিনিধি : স্বাস্থ্য সেবা পেশাজীবী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের দ্বিতীয় তলায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যসেবা পেশাজীবী ফোরামের ওয়ার্ড সভাপতি মো. মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা সদর আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, সাতক্ষীরা শহর জামাতের আমীর মো. জাহিদুল ইসলাম । এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা পেশাজীবী ফোরাম ওয়ার্ড এর সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ইসলামী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. মনজুরুল ইসলাম, হিসাব কর্মকর্তা শেখ শরিফুল আওয়াল, সাইফুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন,মো. জাকির হোসেন।