ফিরোজ হোসেন, সাতক্ষীরা : ” হ্যাঁ! আমরা যক্ষা নির্মূল করতে পারি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব যক্ষা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় সিভিল সার্জন সাতক্ষীরা অফিসের আয়োজনে ও জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় সিভিল সার্জনের কার্যালয় হতে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন অফিসের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকারের সভাপতিত্বে ও সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক চক্রবর্তী এর পরিচালনায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন অফিসের ডিএসএমও ডাঃ এস এম মুক্তাদির তামিম, মেডিকেল অফিসার ডাঃ ত্রিতীর্থ ঘোষ, ব্রাকের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. সোহেল রানা, সম্প্রতি এইড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সভা রঞ্জন শিকদার।
এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক ( ভারপ্রাপ্ত) মো. আবুল কাশেম, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার শাহিনুর খাতুন, ডিপিও উজ্জ্বল কুমার পাল, আইসিডিডিআরবি রবিন সন খান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, যে কোন বয়সী নারী পুরুষের যে কোন সময় যক্ষা হতে পারে। একাধারে দুই সপ্তাহ কাশি হলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যক্ষা পরীক্ষা করাতে হবে। যক্ষা রোগীদের বিনামূল্যে ঔষধ প্রদান করছে সরকার। সঠিকভাবে ঔষধ সেবন করলে যক্ষা রোগ হতে দ্রুত মুক্তি মিলবে ।
বক্তারা আরো বলেন, যক্ষা হলে ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে। কফ, থুথু নিদিষ্ট জায়গায় ফেলতে হবে। এ জাতীয় নিয়ম মেনে চললে যক্ষা প্রতিরোধ করা যায়। যক্ষা হলে রক্ষা নাই এ কথার কোন ভিত্তি নাই।