স্টাফ রিপোর্ট : সাতক্ষীরা  পৌরসভার ৪ নং ওয়ার্ডের সুলতানপুর শেখপাড়া এলাকায়  সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার   (৪ জুলাই ) সকালে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  সিসি ঢালাই রাস্তা নির্মাণ
কাজের  আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার  মেয়র  (ভারপ্রাপ্ত)  কাজী ফিরোজ হাসান।  সাতক্ষীরা পৌরসভার সুলতানপুর শেখপাড়া এলাকার মোবাশ্বের আলীর   বাড়ির সামনে  হতে বিশিষ্ট বীজ ব্যবসায়ী শেখ মুকুলার রহমান (মুকুল) এর বাড়ি  পর্যন্ত পৌরসভার  অর্থায়নে ১৩৫ ফুট   সিসি ঢালাই রাস্তাটি নির্মাণ কাজ করা হচ্ছে। এসময়  উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার  নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, উপ- সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, পৌরসভার কার্যসহকারী আব্দুল মোতালেব, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শেখ  নাজমুল হক রনি, বিশিষ্ট বীজ ব্যবসায়ী শেখ মুকুলার রহমান, আবিদ জমাদ্দার, শেখ আব্দুর রশিদ , ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স স্বপন ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী স্বপন কুমার দে। এসময় এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
					পূর্ববর্তী পোস্ট
				
				
					