ফিরোজ হোসেন, সাতক্ষীরা :
বাংলাদেশ আহলেহাদীছ পেশাজীবী ফোরাম সাতক্ষীরা সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে বৈজ্ঞানিক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বিকালে শহরের লেকভিউ রেস্তোরায় এ সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আহলেহাদীছ পেশাজীবী ফোরাম সাতক্ষীরা সাংগঠনিক জেলা শাখার সভাপতি ডা. মো. আবুল বাসার এর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (সার্জিক্যাল অনকোলজি) ডা. মনোয়ার হোসেন ।
আহলেহাদীছ পেশাজীবী ফোরাম সাতক্ষীরা সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক হোসাইন মাহমুদ এর সার্বিক ব্যবস্থাপনায় ও সাংগঠনিক সম্পাদক ডাঃ নাজমুস সাকিব (ব্রাইট) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহলেহাদীছ পেশাজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি ডা. শওকত হাসান। এ সময় আরো বক্তব্য রাখেন মাওলানা মুজাহিদুর রহমান, ডাক্তার সাবিত বিন হান্নান, ইঞ্জিনিয়ার তারিক,প্রফেসর ডাক্তার শেখ নাজমুস সাকিব,প্রফেসর আব্দুল মান্নান, প্রফেসর শহিদুর রহমান, প্রফেসর শেখ রফিকুল ইসলাম,ডাক্তার ইসমাইল হোসেন, প্রফেসর মোফলেহুর রহমান, প্রফেসর কামরুজ্জামান পলাশ, প্রভাষক রুহুল কুদ্দুস, অধ্যক্ষ আজিজুর রহমান প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট