প্রেস বিজ্ঞপ্তি
“সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতার নির্দেশ ছিনতাই “শিরোনামে, দৈনিক সকালের সময়,আলোর সন্ধানসহ কয়েকটি প্রিন্ট পত্রিকা ও নিউজ পোর্টালে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদটি আদৌও সত্য নয়, একটি কাল্পনিক কাহিনী মাত্র। প্রকৃত ঘটনা হলো কথিত রিতি ফিড কোম্পানির ডিজিএম পরিচয় দেওয়া মহিতোষ শিকদার আমাকে ডিলার দেওয়ার কথা বলে লাউতাড়ায় আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসলে আমি সঠিক যাচায় করার জন্য লিফলেট দেওয়া ফোন নাম্বারে ফোন দিলে বুঝতি পারি এরা একটি প্রতারক চক্র। এসময় ডিলার নেব না বলে দিলে মহিতোষ, সানজিদুল হক ও ফয়সাল আমার উপরে চড়াও হয়ে চলে যায়। পরে শুনি তারা আমার নামে ছিনতাই এর অভিযোগ করেছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। নিউজে আরো বলা হয়েছে, ২৪ লক্ষ টাকা ছিনতাই ও মহিতোষের সাথে থাকা লোকদের একটি কক্ষে জিম্মি করা হয়েছে যাহা ডাহা মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত। আসল বিষয় হলো অভিযোগ কারীরা একটি প্রতারক চক্র। ডিলার দেওয়া ও চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে মানুষের কাছ লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় এমন অভিযোগ রয়েছে। আমাকে তাদের ফাদে ফেলতে ব্যর্থ হয়ে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করিয়েছে। তাদের সাথে এমন কোন ঘটনা ঘটেনি। আমাকে বা আমাদের জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
ইসরাফিল হোসেন নয়ন।
লাউতাড়া, তালা সাতক্ষীরা।