নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার ও জেলা কাবাডি রেফারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আরেফিন জুয়েল ( বিপিএম) এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন জেলা কাবাডি রেফারিজ অ্যাসোসিয়েশন এর নেতৃবৃন্দ। ৭ই ডিসেম্বর রবিবার বিকাল ৫ টায় পুলিশ লাইন্সে পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন, জেলা কাবাডি রেফারিজ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রফিকুল ইসলাম খান, আবু মুছা গাজী , সাধারণ সম্পাদক আব্দুল গফফার, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ মো. রুহুল আমিন, দপ্তর সম্পাদক শেখ আহম্মদ হোসেন টুটুল, কার্যকরী সদস্য দোলা পারভীন, ইউনুস আলী, আল আমিন, আরিফুর রহমান মন্টু, তারেক মাহমুদ। সৌজন্য সাক্ষাৎ কালে নবাগত পুলিশ সুপার সংগঠনের বিভিন্ন বিষয়ে খোজ খবর নেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাসহ সংগঠনকে এগিয়ে যাওয়ার লক্ষে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
