সাতক্ষীরা প্রতিনিধি:
ফেনসিডিলের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আব্দুল হাকিম (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প। আব্দুল হাকিম সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ব্রজপাটলি গ্রামের মৃত হায়দার আলী গাজীর ছেলে।
র্যাব জানায়, ২০১৩ সালে নড়াইল জেলার ভাংগাপোল এলাকা থেকে হাকিমকে ১২২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মামলায় বিজ্ঞ আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা প্রদান করে।
র্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার ইশতিয়াক হোসাইন জানান , বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আদালত , নড়াইল এর স্মারক নং ৮৬৬৮ ১১/১০/২১ , দায়রা ১৭২/২০১৩ , ( কালীঃ ) , প্রসেস নং ৭১/২১ । , থানা রিসিভ নং -৪০ / ২১ এর পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আব্দুল হাকিম সাজা প্রদানের পর থেকে সে বিভিন্ন সময়ে স্থান পরিবর্তন করে দীর্ঘদিন পলাতক ছিল।
তিনি বলেন, রোববার (১৫ মে) র্যাব সাতক্ষীরা কোম্পানির একটি চৌকস অভিযানিক দল তাকে সাতক্ষীরার দেবহাটার উওর সখিপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তাকে কালিগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।