মোঃ আকবর হোসেন,তালাঃ
সাতক্ষীরা তালায় আগামী ৮ আগষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ৷
সোমবার(০১ আগষ্ট) উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস, দিনটিকে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ৷ তিনি বলেন আগামী ৮ আগষ্ট দিনটিকে যথাযথভাবে পালনের জন়্য
র ্যালী, আলোচনা সভা,দুঃস্হ নারীদের সেলাই মেশিন বিতরন ও আর্থিক সহায়তাসহ কুইজ ও রচনা প্রতিযোগিতা আয়োজন করা হবে ৷ অনুষ্ঠানে আরও উপস্হিত উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ মোঃ এনামুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমী সুপারভাইজার প্রভাষ কুমার দাশ, তা়লা সদর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ আকবর হোসেন, তথ্য সেবা অফিসার সাথি রায়সহ এনজিও প্রতিনিধিরা উপস্হিত ছিলেন ৷