নিজস্ব প্রতিনিধিঃ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আন্তঃ জেলা ক্লাব সমূহের ভলিবল প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা কমান্ড্যান্টের কার্যালয় মাঠে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম’ র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার শুভ উদ্বোধন করেন ৩০ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ এনামুল খাঁন। এ সময় উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি সদর উপজেলা কর্মকর্তা মাহফুজুর রহমান, শ্যামনগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নার্গিস পারভীনসহ বিভিন্ন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রশিক্ষক এইচ এম ইশার আলী,দেবহাটা উপজেলা প্রশিক্ষক মোঃ রফিকুল ইসলাম, আশাশুনী উপজেলা প্রশিক্ষক সুজন কুমার মিত্র,তালা উপজেলা প্রশিক্ষক অনান্ত কুমার মন্ডোলসহ বিভিন্ন উপজেলার প্রশিক্ষকবৃন্দ।
পরে বিকাল ৪ টায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আন্তঃ জেলা ক্লাব সমূহের ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় শ্যামনগরকে পরাজিত করে সদর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিজয়ী হন।