মোঃ হারুন -উর-রশিদ:কালিগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমী, উপজেলা লেডিস ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের এবং উপজেলার চেয়ারম্যানবৃন্দের আয়োজনে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা কে বিদায় সম্বর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। ১১ ডিসেম্বর সোমবার সোমবার সকাল ১১ টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলীর সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। বিদায়ী অনুষ্ঠানে প্রথমে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও মধুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুক। পরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পক্ষ থেকে বিদায় অতিথিকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় এ সময়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট। এসময় চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ মন্ডল কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মথুরেশপুর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকত হোসেন, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজী টোকন ও মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মধুরেজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম এছাড়া উপজেলা শিল্পকলা একাডেমি ও উপজেলা লেডিস ক্লাবের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয় এ সময় বক্তব্য রাখেন উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা ইলাদেবী মল্লিক, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, শিল্পকলা একাডেমীর সদস্য আশেক মেহেদী, কনিকা সরকার মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি বাবলা আহমেদ, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান শিমুল তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদুল্লাহ বাচ্চু শিল্পকলা একাডেমী সদস্য শান্তি চক্রবর্তী লেডিস ক্লাবের সদস্য লাভলী ইয়াসমিন সাংবাদিক শেখ শরিফুল ইসলাম আল নূর আহমেদ ইমন ও আলমগীর হোসেন প্রমূখ পরে লেডিস ক্লাব এর পক্ষ থেকে বিদায়ী নির্বাহী কর্মকর্তা কে উপহার সামগ্রী ও উপজেলা শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিম সুলতানা বুশরা এক বছর দুই মাস কালীগঞ্জে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে কালিগঞ্জ থেকে বদলি হয়ে আগামীকাল খুলনার রামপাল উপজেলায় যোগদান করবেন।