নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় গ্রাম পুলিশের মাঝে পোশাকও বাইসাইকেলসহ বিভিন্ন সরঞ্জামাদি বিতরন করা হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে উপজেলা অডিটোরিয়ামে এ সব সরঞ্জামাদি বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি করেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে¡ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক ও সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করে সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।
প্রধান অতিথি এমপি রবি এ সময় বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে, স্মার্ট গ্রাম পুলিশ গড়ে তুলতে হবে। গ্রাম পুলিশই পারে ইউনিয়নের বিভিন্ন অপরাধ প্রবনতা রোধ করতে। তিনি আরো বলেন, গ্রাম পুলিশদের বেতন-ভাতা বৃদ্ধির জন্য জাতীয় সংসদে তার পক্ষ থেকে দাবি তোলা হবে। তবে গ্রাম পুলিশদের স্বচ্ছতা ও দক্ষতার সাথে কাজ করতে হবে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে গ্রাম পর্যায় থেকে কাজ করতে হবে। তা হলে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবে রূপ নিবে।
পূর্ববর্তী পোস্ট