মোঃ আকবর হোসেন ঃ
সাতক্ষীরার তালায় বঙ্গবন্ধুর ছবি বিকৃত করায় অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মোমিন মোড়ল (৩০) নামের এক যুবককে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে তালা থানা পুলিশ । সে তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শিরাশুনি গ্রামের আব্দুল আজিজ মোড়ল’র পুত্র।
তালা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল জানান, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নাম ও ছবি অশ্লিল ভাবে ফেসবুকে আপলোড করায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯, ও ৩১ ধারায় তালা থানায় একটি মামলা (০২/২১) দায়ের করা হয়। উপজেলার আড়ংপাড়া গ্রামের মৃত এরশাদ আলী গাজী’র পুত্র মোস্তাফিজুর রহমান বাদী হয়ে উক্ত মামলাটি করেন। মামলায় শুক্রবার রাতে মোমিনকে গ্রেফতার করে শনিবার(১০ এপ্রিল) তাকে সাতক্ষীরা জেলা হাজতে পাঠানো হয়েছে।
এবিষয়ে তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী জানান, শিরাশুনি গ্রামের বিএনপি কর্মী মোমিন মোড়ল তার ফেসবুক আইডিতে কনডমের মোড়কের উপর বঙ্গবন্ধু’র ছবি জুড়ে দিয়ে সেখানে “গঁলরন ঈড়হফড়সং ” লিখে পোষ্ট করে। বিষয়টি জানার পর ইউনিয়ন ও উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শুক্রবার রাতে উপজেলার শিরাশুনির সেতু বাজার থেকে ধরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। একই সাথে ঘটনায় দায়ে মোমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।
তালার খেশরায় মাদকের ছড়াছড়ি!
খেশরার যুবক ইয়াবা সহ পাইকগাছায় গ্রেফতার মোঃ আকবর হোসেন, সাতক্ষীরা তালা সংবাদদাতাঃ
সাতক্ষীরা তালা উপজেলার খেশরা এলাকার মাদক ব্যবসায়ী আছাফুর (৪০) ইয়াবা সহ পাইকগাছায় আটক হয়েছে। সে তালা উপজেলার খেশরা গ্রামের মৃত: আব্দুল জব্বারের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১০ এপ্রিল ) রাতে খুলনা গোয়েন্দা পুলিশের একটি দল পাইকগাছা- কয়রা সড়কের চাঁদখালী শাহপাড়া এলাকা তাকে আটক করা হয়।
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১০ এপ্রিল ) রাতে খুলনা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মোঃ মহিদুল ইসলামের নেতৃত্বে পাইকগাছা কয়রা সড়কের চাঁদখালী শাহপাড়া এলাকার একটি “স”মিলের সামনে থেকে তালা উপজেলার খেশরা গ্রামের মৃত: আব্দুল জব্বারের পুত্রƒ আছাবুর রহমানকে গ্রেফতার করে গোযেন্দা পুলিশের একটি দল। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
তথ্যনুসন্ধানে জানা যায়, তালার খেশরা ইউনিয়নটি খুলনার পাইকগাছা ও সাতক্ষীরার তালা- আশাশুনি উপজেলার সীমাবর্তী এলাকায় অবস্থিত হওয়ায় মাদক চালানের নিরাপদ রুট হিসাবে বেছে নিয়েছে মাদক ব্যবসায়ীরা। খেশরার হরিহরনগর, শাহপুর, মুড়াগাছা এলাকার চিহ্নিত প্রভাবশালী মাদক ব্যবসায়ীরা এই রুট ব্যবহার করে উপকূলীয় এলাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক পাচার পাচার করে আসছেন বলে করেন এলাকাবাসী।