মোঃ আকবর হোসেন,তালা প্রতিনিধিঃ
সাতক্ষীরা তালায় সাফল্য গাথা শিক্ষকপুত্র মোরসালিন,খুলনা বিভাগীয় পর্যায়ে, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২১ এর ‘গ’ ক্যাটাগরিতে প্রথম স্হান অধিকার করেছে ৷ এছাড়াও বিভিন্ন সময়ে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে।
তালা বি,দে সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মোরসালিন, তালা উপজেলার খলিষখালী প্রিন্সিপ্যাল আখতারুজ্জামান কলেজের সহকারী অধ্যাপক ও কলিয়া গ্রামের পিতা এম,এম মুজিবুর রহমান ও মাতা উল্কা খাতুনের পুত্র ৷
স্কুল পর্যায়ে ‘গ’ ক্যাটাগরিতে “বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে জানো” বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এ সাফল্য অর্জন করে।
অদম্য মেধাবী এ শিক্ষার্থীর গর্বিত পিতা অধ্যাপক এম,এম মুজিবুর রহমান জানান, তার পুত্র মোরসালিন জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ নির্ধারিত বক্তৃতায় ‘খ’ গ্রুপে উপজেলা পর্যায়ে প্রথম, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কুইজ প্রতিযোগায় উপজেলা ও জেলা পর্যায়ে মাধ্যমিক বিভাগে প্রথম এবং বিভাগীয় পর্যায়ে ৩য় স্থান অর্জন করে। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২১ সালে উপস্থিত বক্তব্যে তালা উপজেলায় প্রথম স্থান অর্জন করে।
এছাড়াও সে চলতি বছর বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতায় বাংলাদেশ ষ্টাডিজে ‘খ’ গ্রুপে উপজেলায় প্রথম, অমর একুশে বইমেলায় উন্মুক্ত কুইজ প্রতিযোগিতায় প্রথম, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী রচনা প্রতিযোগায় প্রথম, আন্তর্জাতিক নারী দিবসে কুইজ প্রতিযোগিতায় প্রথম, নববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত উন্মুক্ত কুইজ প্রতিযোগিতায় প্রথম, ৭ মার্চে রচনা প্রতিযোগিতায় ৩য়, ১৭ মার্চে রচনা প্রতিযোগিতায় প্রথম, ২৬ শে মার্চে রচনা প্রতিযোগিতায় প্রথম এবং বিদ্যালয় পর্যায়ে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতায় উপজেলায় প্রথম স্থান অর্জন করে।
তালা বি,দে সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মোঃ মহিনুর রহমান জানান, অদম্য মেধাবী মোরসালিন উপজেলা ও জেলা ছাপিয়ে খুলনা বিভাগে প্রথম হওয়ার গৌরব অর্জন করে এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে। তার উজ্জল ভবিষ্যত কামনা করছি৷
মেধাবী ছাত্র মোরসালিন এর সাফল্য কামনা করেছেন তালা থানার ওসি (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ,তালা সদর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ আকবর হোসেনসহ এলাকার সূধীজন৷ সন্তানের ধারাবাহিক সাফল্য ধরে রেখে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য তার পিতা মাতা সকলের দোয়া প্রর্থনা কামনা করেছেন ৷
তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান তার সাফল্যের বিষয়টি নিশ্চিত করেছেন।