নিজস্ব প্রতিনিধি ঃ পেঁয়াজ আমদানির অনুমতি প্রাপ্তির প্রথম দিনে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ১১ টি ট্রাকে ৩৩০ টন ভারতীয় পেঁয়াাজ বাংলাদেশে প্রবেশ করেছে। সোমবার (৫জুন) বিকাল সাড়ে ৬টার দিকে ভারতের ঘোজাডাঙ্গা বন্দর দিয়ে দেশে প্রবেশ করে পেঁয়াজ ভর্তি এসব ট্রাক।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের ঘোজাডাঙ্গা বন্দর দিয়ে আজ সোমবার সন্ধ্যার আগে ১১টি ট্রাকে ৩৩০ টন পেঁয়াজ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এসে পৌঁছেছে।
ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা ইফতেখার হোসেন জানান, কয়েকজন ব্যবসায়ী পেঁয়াজের আইপি (আমদানির অনুমতি পত্র) পেয়েছেন। ইতিমধ্যে ১১ ট্রাক পেঁয়াজ ভোমরা স্থলবন্দরে প্রবেশ করেছে।
সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আব্দুর রহিম বাবু জানান, যেহেতু ভারতীয় পেঁয়াজ আবারো বাংলাদেশে আসা শুরু হয়েছে এর ফলে পেঁয়াজের দাম দেশের বাজারে অনেকটা কমে যাবে।
উল্লেখ্য ঃ দেশীয় পেঁয়াজের ন্যায্য মুল্য নিশ্চিত করতে গত ১৫ মার্চ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি নিষিদ্ধ করে সরকার। এ সুযোগে বাজারে অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়। ফলে প্রতিকেজি পেঁয়াজের দাম ৪৫ টাকা থেকে সর্বোচ্চ ১শ’ টাকা বিক্রি হয়েছে দেশীয় বাজারে।