আবু সাঈদ : বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা
জেলা ইউনিটের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির লাইব্রেরী রুমে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম
সাতক্ষীরা জেলা ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয়
কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয়
কমিটির মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।
সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী
ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ গাজী কামরুল ইসলাম সজল। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক এ্যাডঃ মোঃ জিয়াউর রহমান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ রফিকুল ইসলাম মন্টু, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-ত্রাণ পূনঃবাসন সম্পাদক এ্যাডঃ মোঃ কাইয়ুম, সহ- প্রকাশনা সম্পাদক এ্যাডঃ সাগর হোসেন, সুপ্রিম কোর্ট ইউনিটের দপ্তর সম্পাদক এ্যাডঃ শেখ জুলফিকার আলম, শেখ শিমুল। আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী, এ্যাডঃ মোঃ মহিতুল ইসলাম, এ্যাডঃ সৈয়দ এখলেছার আলী বাচ্চু, এ্যাডঃ মোঃ নুরুল আমিন, এ্যাডঃ কামরুজ্জামান ভুট্টো, এ্যাডঃ অসীম কুমার মন্ডল, এ্যাডঃ মশিউর রহমান
ফারুক, এ্যাডঃ আবু সাইদ রাজা।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বি
এন পির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম, সাতক্ষীরা জেলা
বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সমন্বয়ক মোঃ হাবিবুর রহমান হাবিব । পবিত্র কোরআন তেলাওয়াত করেন এ্যাডঃ মোঃ রফিকুল ইসলাম খোকন। অনুষ্ঠান পরিচালনা
করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির নেতা এ্যাডঃ
এবিএম সেলিম ।
এসময় প্রধান অতিথি ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশের
মানুষ ভোট দিতে পারে নাই। দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।
তিনি আরও বলেন দেশে গনতন্ত্র নাই, মানবাধিকার নাই, আইনের শাসন নাই।
ডামী নির্বাচন বাতিল করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহনযোগ্য, সকলের অংশ
গ্রহনে অংশগ্রহনমূলক এবং তত্বাবধায়ক সরকারের অধীনে পূনঃ নির্বাচনচাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার চাই। আলোচনা পরবর্তী কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি, সিনিয়র এ্যাডঃ মোঃ
আবুল হোসেন (২) এর বাসভবনে যেয়ে তার শারীরিক অসুস্থতার খোঁজ খবর
নেন।