নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরা এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ শে জানুয়ারি শুক্রবার বেলা ১১ টায় এ্যাসোসিয়েশনর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো: রাহাত রাজা। সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও নিশ্চিতকরণ, সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ, বার্ষিক আয় ব্যয়ের হিসাব পেশ ও অনুমোদন সহ বিবিধ বিষয় আলোকপাত করা হয়। এছাড়া
চলমান কমিটি বিলুপ্ত করে তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি খন্দকার আনিসুর রহমান, সহ – সভাপতি এম বেলাল হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক মো: শহীদুজ্জামান শিমুল, সাংগঠনিক সম্পাদক গাজী ফরহাদ, অর্থ সম্পাদক সেলিম হোসেন, কার্যনির্বাহী সদস্য মো:মেহেদী আলী সুজয়, মীর মোস্তফা আলী, মো: আব্দুর রহিম, মাহাফিজুল ইসলাম আক্কাজ, সংগঠনের সদস্য মো: আব্দুর রহমান, মো: ফিরোজ হোসেন, আসাদুজ্জামান সরদার, সৈয়দ সাদিকুর রহমান, শেখ কামরুল ইসলাম, মো: মাসুদ আলী, মো:রেজাউল ইসলাম, আজিজুল ইসলাম ইমরান, ফাহাদ হোসেন, শাহজাহান আলী মিটন, এস এম হাবিবুল হাসান ও মো: হোসেন আলী। বার্ষিক সাধারণ সভা শেষে সংগঠনের সকল সদস্যদের মাঝে নববর্ষের ক্যালেন্ডার বিতরণ করা হয়।
পূর্ববর্তী পোস্ট