মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর উদ্যোগে
পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকালে
সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর আয়োজনে কেন্দ্রীয় পাবলিক
লাইব্রেরীর পাঠ কক্ষে লাইব্রেরির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন
কবির এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের
মাঝে পুরকস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো
০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক
লাইব্রেরীর সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ
প্রফেসর আমানউল্লাহ আল- হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ
প্রফেসর বাসুদেব বসু প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি অধ্যাপক আব্দুল হামিদ,
গাজী আবুল কাশেম, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক তৃপ্তি মোহন মল্লিক,
নির্বাহী সদস্য ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর
রহমান ডাবলু, মো. আমিনুল হক, প্রভাষক রেজাউল করিম, অধ্যাপক মো. রফিকুল
ইসলাম প্রমুখ। এসময় অনুভূতি প্রকাশ করে পুরস্কার প্রাপ্তদের মধ্যে
বক্তব্য রাখেন মো. রাব্বি হোসেন, মোছাঃ জেসমিন আক্তার লাকি প্রমুখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি থেকে
জাতীয় পর্যায়ে অংশ নিয়ে পুরস্কার প্রাপ্ত মোছাঃ জেসমিন আক্তার লাকিকে
বিশেষ পুরস্কার প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা
কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বঙ্গবন্ধু
পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাসেমী তপু।