শাহজাহান আলী (মিঠুন) নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় জমে উঠেছে ঈদের বাজার। সাতক্ষীরা শহরের থানা সড়ক হতে বড়বাজার পর্যন্ত এলাকাতেই সবচেয়ে বেশি ভিড় নজরে পড়ছে। স্থানীয়দের পাশাপাশি ঈদের বাজার করছেন প্রত্যয়ান্ত বিভিন্ন উপজেলার মানুষ।
সাতক্ষীরায় প্রতিদিন বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। এমন পরিস্থিতির মধ্যেও ঈদের বাজারে ভিড় চোখে পড়ার মতো। অনেকে বলছেন, করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউনসহ নানা বিধিনিষেধের কারণে গত দুই বছর উৎসবে মানুষ নতুন পোশাক কিনতে পারেনি। তাই এবার ঈদের বাজারে ভিড় বেশি।
শুধু সাতক্ষীরা থানা সড়ক নয় ,ভিড় দেখা যাচ্ছে বসুন্ধরা কমপ্লেক্স, আমিনিয়া সুপার মার্কেট, চায়না বাংলা শপিং সেন্টার, আল বারাকা শপিং সেন্টার সহ বিভিন্ন বড় বড় মার্কেটে।
পছন্দের পণ্য কিনতে পেরে একদিকে যেমন খুশি ক্রেতারা। তেমনি বেচাকেনা ভালো হওয়ায় হাসি ফুটেছে বিক্রেতাদের মুখেও ।
বড় বড় মার্কেট এর পাশাপাশি ফুটপাতের দোকানগুলোতেও এবার বেচাকেনার ধুম।
পূর্ববর্তী পোস্ট