দেবহাটা প্রতিনিধি :
সাতক্ষীরার দেবহাটায় অবৈধ এয়ারগান দিয়ে পাখি শিকার করতে গিয়ে বৃদ্ধাকে গুলি করার অভিযোগ উঠেছে আশিক রহমান (২২) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ওই যুবকসহ তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গুলিবিদ্ধ বৃদ্ধার ছেলে মনিরুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মাঝ সখিপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে আশিক ও তার সঙ্গে থাকা অজ্ঞাত আরও দুইজন দীর্ঘদিন ধরে এলাকায় এয়ারগান দিয়ে অবৈধভাবে পাখি শিকার করে আসছিল।
বৃহস্পতিবার বিকেলে আশিক ও তার সঙ্গীরা মোটরসাইকেলে নিয়ে হাজির হয় চররহিমপুর গ্রামে মনিরুল ইসলামের বাড়ির সামনে। তারপর এয়ারগান দিয়ে পাখি লক্ষ্য করে ছুড়তে থাকে একের পর এক গুলি। সেসময় আশিকের ছোড়া গুলি পাখির গায়ে না লেগে বসতবাড়ির উঠানে থাকা মনিরুল ইসলামের মা মর্জিনা বেগমের পেটের বাঁ পাশে বিদ্ধ হয়।
আহত বৃদ্ধ মর্জিনা বেগম চিৎকার করলে মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় অভিযুক্তরা।
পরে আহত বৃদ্ধাকে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও রাতে তার ছেলে মনিরুল ইসলাম বাদী হয়ে আসিকসহ তিনজনের বিরুদ্ধে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরেই কিছু যুবক প্রকাশ্যে এয়ারগান ব্যবহার করে পাখি শিকার করে আসছে, যা জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
বৃদ্ধা গুলিবিদ্ধের বিষয়টি নিশ্চিত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি জাকির হোসেন।
উল্লেখ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন শাখা-২ থেকে ২০২১ সালের ১৪ ডিসেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে বনপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৪৯ ধারার ক্ষমতাবলে এয়ারগান ব্যবহার ও বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়। সেই থেকে জাতীয় শ্যুটিং ফেডারেশনের নিবন্ধিত শ্যুটিং ক্লাব ও বনাঞ্চল-সংলগ্ন কিছু জনগোষ্ঠী ব্যতীত সাধারণ মানুষের জন্য এ নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।
