নিজস্ব প্রতিনিধি : ঢাকার মিরনজিল্লায় কয়েক দশক যাবত বসবাসকারী হরিজন সম্প্রদায়কে পুনর্বাসনের ব্যবস্থা না করেই কিছুদিন আগে উচ্ছেদ করা হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে ও সারাদেশে সংখ্যালঘুদের ভূমি জবরদখল সহ অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৩ জুলাই) সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে হিন্দু বৌদ্ধ খ্রীষ্ঠান ঐক্য পরিষদ।
এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি বিশ্বজিত সাধু। এছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
মানববন্ধনে বক্তারা বলেন, রোহিঙ্গাদের বাইরে থেকে ডেকে এনে আদর করে থাকতে দেয়া হয়েছে, আজ তারা ইয়াবা ব্যবসা করে দেশকে ধ্বংস করছে। অথচ হাজার বছর যাবত এদেশে বসবাসকারী সংখ্যালঘুদের নিজের জায়গা থেকে উচ্ছেদ করা হয়েছে। এটি সুপরিকল্পিত চক্রান্ত। ঢাকার মিরনজিল্লায় হরিজনদের উৎখাত করে সেখানে মার্কেট বানিয়ে কোটি কোটি টাকার মালিক হবে সংশ্লিষ্টরা। হরিজনদের হয় পুনর্বাসন করতে হবে অথবা জায়গা ফিরিয়ে দিতে হবে। এর ব্যতিক্রম হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে স্বপন শীলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, মানবাধিকার কর্মী মাধব দত্ত, নাগরিক কমিটির আবুল কালাম আজাদ, সাংবাদিক রঘুনাথ খাঁ, নিত্যানন্দ সরকার, জাসদের ওবায়দুস সুলতান বাবলু, আবুল হোসেন প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট