সাতক্ষীরা সংবাদদাতাঃ ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখী—সমৃদ্ধ, বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর পক্ষে গণরায় প্রদান করতে সকল স্তরের জনগণের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা—২ আসনে জামায়াতের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি ৫ ডিসেম্বর শুক্রুবার সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভার ৫নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন ।
গণসংযোগকালে জামায়াতে ইসলামী সমর্থিত নেতাকর্মীসহ স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। জামায়াতের এ গণসংযোগ অংশগ্রহণকারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। নির্বাচনি গণসংযোগ এক পর্যায়ে নির্বাচনি মিছিলে রূপনেয়।
এ সময় শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান, সেক্রেটারী খোরশেদ আলম, সহকারী সেক্রেটারী মাষ্টার বদিউজ্জামান, ৫নং ওয়ার্ড জামায়াতের আমীর প্রভাষক আব্দুল হান্নান, সেক্রেটারী প্রভাষক আমিরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
সাধারন ভোটাররা বলেন, আ’লীগ, জাতীয়পাটি ও বিএনপির শাসন দেখা শেষ একবার হলেও তারা জামায়াতে ইসলামীর শাসন ব্যবস্থা দেখতে আগ্রহী।
মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, আমি নির্বাচিত হলে অবহেলিত সাতক্ষীরাকে একটি মডেল সাতক্ষীরা হিসেবে গড়ে তোলা হবে। ভোটারদের প্রত্যাশা অনুযায়ী সাতক্ষীরাকে ঢেলে সাজানো হবে।
তিনি আরো বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তুলবে। আমরা ব্যবসায়ীদের জন্য সুদমুক্ত ঋন এবং চাঁদাবাজ মুক্ত পরিবেশ নিশ্চিত করবো। তিনি ব্যবসায়ী পরিবেশ নিশ্চিত করতে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
