রুহুল কুদ্দুস,ধুলিহর প্রতিনিধিঃঃ ব্রক্ষরাজপুরে শহীদ উসনান হাদীর মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়ার অনুষ্টান অনুষ্ঠিত হয়।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় আর এন মার্কেটে ব্রক্ষরাজপুর বাজার পেশাজীবি বিভাগের সভাপতি মাওলানা মনিরুল ইসলাম ফারুকীর সন্চলনায় ভারতীয় আধিপত্যবাদী ফ্যাসিস্টদের গুলিতে নিহত জুলাই গনঅভ্যুত্থানে অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মন্চের মুখপত্র শরীফ ওসমান হাদীর মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্তিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার কর্মপরিষদ সদস্য ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ, সাবেক জেলা ইউনিট সদস্য মাওলানা মোহাম্মদ আলী হাবিবী, সাতক্ষীরা সদর উপজেলার সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুস সবুর,সাতক্ষীরা সদর উপজেলার কর্মপরিষদ সদস্য ও মিডিয়া পরিচালক মাওলানা আনিছুর রহমান, সাবেক থানা টিম সদস্য ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধুলিহর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাস্টার আশরাফুজ্জামান খোকন,ব্রক্ষরাজপুর ইউনিয়ন সেক্রেটারী মাওলানা ওসমান গনি,ব্রক্ষরাজপুর বাজার ইউনিটের সেক্রেটারী ও বিশিষ্ঠ বয়বসায়ী মোখলেছুর রহমান,ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল,ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম সহ স্থানীয় উলামায়ে কেরাম গন।এ সময় বক্তারা বলেন, শরিফ ওসমান হাদী একটি নাম একটি ইতিহাস,শরিফ ওসমান আমাদেরকে আবারও সকলকে একত্রিত করে গেছেন তার রেখে যাওয়া অসমাপ্ত কাজকে আমাদের শেষ করতে হবে,শেষে তার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
পূর্ববর্তী পোস্ট
