সাতক্ষীরা ট্রিবিউন : সিদ্ধান্ত পরিবর্তন করে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতীকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুলের কাছে লিখিতভাবে আবেদন করেছেন বিএনপির ৭৩ জন নেতা। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সাতক্ষীরা পৌরসভাসহ দুটি উপজেলার ১৯টি ইউনিয়নের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বর্তমান ও সাবেক ৭৩জন নেতা দলের সিনিয়র যুগ্ম সহাসচিব রুহুল কবির রিজভীর মাধ্যমে এই আবেদন করেছেন।
এতে বলা হয়েছে, তাজকিন আহমেদ চিশতী সাতক্ষীরা পৌরসভার মেয়র পদে ধানের শীষ প্রতীক নিয়ে ধারাবাহিকভাবে নির্বাচিত হয়ে আসছেন। তিনি একজন একজন নিবেদিতপ্রাণ, পরীক্ষিত, ত্যাগী ও জনপ্রিয় নেতা হিসেবে দীর্ঘদিন ধরে বিএনপির পতাকা বহন করে আসছেন। রাজনৈতিক প্রতিকূলতা, দমন-পীড়ন, হয়রানি-কোনো অবস্থাই তাঁকে দল ও গণতন্ত্রের পথ থেকে সরাতে পারেনি। বরং প্রতিকূল সময়ে তিনিই ছিলেন সাতক্ষীরার বিএনপি নেতাকর্মীদের সাহস, আশ্রয় ও শক্তি। বিগত নির্বাচনগুলোতে জোটগত কারণে সাতক্ষীরা-২ আসন জামায়াতকে দেওয়া হতো। বর্তমান পরিস্থিতিতে সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ের জন্য তাজকিন আহমেদ চিশতীর কোনো বিকল্প নেই।
এতে আরও উল্লেখ করা হয়, সাতক্ষীরা-২ আসনে দলীয় প্রার্থী হিসেবে তাজকিন আহমেদ চিশতী সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে সংগঠিত এবং সর্বোচ্চ জনসমর্থনপ্রাপ্ত নেতা। তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের মানুষ ধানের শীষের প্রতি তাঁর নিষ্ঠা, কর্মক্ষমতা এবং মানবিক নেতৃত্বকে অত্যন্ত আস্থার সাথে মূল্যায়ন করে।
আবেদনপত্রে সিদ্ধান্ত পরিবর্তন করে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতীকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়।
পূর্ববর্তী পোস্ট
