স্টাফ রিপোর্টার: দেবহাটা উপজেলার পাঁচটি ইউনিয়নে ৫ বছরের নিচে সকল শিশুদের পুষ্টিমান নিশ্চিত করণের উদ্দেশ্যে সহযোগীতা মূলোক কার্যক্রম অব্যহত রেখেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্ট। যার ধারাবাহিকতায় প্রান্তিক জনগোষ্ঠীতে স্বাস্থ্য, পুষ্টি এবং ওয়াশ সেবাসমূহ নিশ্চিতে প্রকল্পটি বেগবান ও স্থায়ীত্বের লক্ষে জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
রাইট টু গ্রো প্রোজেক্টের অ্যাডভোকেসী অফিসার অনিন্দিতা বিশ্বাসের সঞ্চালনায় এবং দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল আমিন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক চক্রবর্তী, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী, দক্ষিনের মশাল’র সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, দেবহাটা প্রেসক্লাব’র সাধারণ সস্পাদক মাহমুদুল হাসান শাওন প্রমুখ। এসময় রাইট টু গ্রো প্রকল্পের প্রোজেক্ট কো-অর্ডিনেটর জুলিয়াস আর্থার সরকার, প্রোজেক্ট অফিসার তানজিমা আক্তার, ট্রেইনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার সুশান্ত বিশ্বাস, মনিটরিং অফিসার বিলকিস আরা চৌধুরী, ম্যানেজার তাওফীকুল ইসলাম, অ্যাসিসট্যান্ট অ্যাডভোকেসী অফিসার সুমাইয়া মিম সহ জেলা এবং উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি ও সিএসএস-সান কমিটির নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে জেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়।
পূর্ববর্তী পোস্ট