নিজস্ব প্রতিবেদকঃ
আইনজীবী সমিতিতে আমি আর ভোট করবো না । বাজেট মিটিংয়ে সভাপতি এ্যাডঃ আবুল হোসেন (২)
কয়েক কোটি টাকার বাজেট পাশ।
ওকালত নামা , বেলবন্ড, হাজিরার মূল্য বৃদ্ধি হয়েছে ।
সজ্ঞয় তহবিলে আইনজীবী ২০০০ দিবে , বার ৩০০০ দিবে, মাসিক জমা হবে ৫০০০ টাকা।
কল্যান তহবিলে ২০১৮ সালের স্লাব বৃদ্ধি দ্বিগুন হয়েছে।
কর্মচারী দের বেতন বৃদ্ধি হয়েছে ।
জেনারেল মিটিংয়ে সিদ্ধান্ত না নিয়ে সাবেক কমিটি লিফট এবং পানির ফুয়ারা করায় লিফটে এবং পানির ফোয়ারায় এই বৎসর কোন টাকা খরচ করা হবে না।
মুহুরী বারের জন্য ১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এই বৎসর শিক্ষা সফর বাতিল করা হয়েছে ।
সরকারি অনুদান পাওয়া সাপেক্ষে নতুন প্রকল্প করা যাবে।
বারের নিজের টাকায় নতুন কিছু করা যাবে না।
বাজেট মিটিংয়ে সভাপতিত্ব করেন এ্যাডঃ আবুল হোসেন (২) । অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক এ্যাডঃ আ, ক, ম, রেজওয়ান উল্লাহ সবুজ ।
মোট ১৯০ জন আইনজীবী উপস্থিত ছিলেন ।
বক্তব্য রাখেন ২৪ জন। বক্তব্য রাখেন —
এ্যাডঃ নুরুল আমিন , এ্যাডঃ আল আমিন, এ্যাডঃ ওকালত হোসেন , এ্যাডঃ নিজাম উদ্দিন, এ্যাডঃ শফিকুল ইসলাম খোকন, এ্যাডঃ শহিদুল ইসলাম পিন্টু, এ্যাডঃ মিজানুর রহমান , এ্যাডঃ ফাহিমুল হক কিসলু,, এ্যাডঃ আব্দুস সামাদ, এ্যাডঃ ওসমান গনি , এ্যাডঃ আজহারুল ইসলাম , এ্যাডঃ সৈয়দ এখলেছার আলী বাচ্চু, এ্যাডঃ সোমনাথ ব্যানার্জী, এ্যাডঃ আজাদ হোসেন বেলাল , পি, পি, আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ, আইনজীবী ঐক্য পরিষদ এর উপদেষ্টা, সাবেক পি, পি, আলহাজ্ব আবুবকর সিদ্দিক , এ্যাডঃ মোঃ গোলাম মোস্তফা , আইনজীবী ঐক্য পরিষদের সদস্য সচিব , আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ আব্দুল মজিদ , আইনজীবী ঐক্য পরিষদের আহবায়ক , আইনজীবী সমিতির সাবেক সভাপতি , সাবেক সংসদ সদস্য, আলহাজ্ব এ্যাডঃ স, ম, সালাহউদ্দীন ।
উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সহ – সভাপতি এ্যাডঃ গোলাম মোস্তফা , কোষাধ্যক্ষ এ্যাডঃ আবদুল্যাহ আল মামুন, , যুগ্ম – সম্পাদক এ্যাডঃ আবু সাইদ , এ্যাডঃ এ, বি, এম, সেলিম, এ্যাডঃ শেখ জুলফিকার আলম ( শেখ শিমুল) এ্যাডঃ সিরাজুল ইসলাম , এ্যাডঃ শিহাব মাসউদ সাচ্চু, এ্যাডঃ আশরাফুল আলম বাবু , এ্যাডঃ কামরুজ্জামান ভুট্টো , এ্যাডঃ মিজানুর রহমান পিন্টু , এ্যাডঃ সামসুদ্দোহা খোকন,এ্যাডঃ মিজানুর রহমান বাপ্পী , এ্যাডঃ আব্দুল জলিল (২), এ্যাডঃ শাহানা ইমরোজ স্বপ্না, এ্যাডঃ আব্দুল জলিল (৩), এ্যাডঃ এস, এম, ফিরোজ, এ্যাডঃ তারিফ ইকবাল অপু , এ্যাডঃ শাহরিয়ার হাসিব, এ্যাডঃ মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ , এ্যাডঃ শাহনাজ পারভীন মিলি , এ্যাডঃ সেলিনা আক্তার শেলি , এ্যাডঃ মোস্তাফিজুর রহমান জগলু,এ্যাডঃ রাজিব রায় চৌধুরী , এ্যাডঃ আসাফউদ্দৌলা সুমন, এ্যাডঃ মোস্তফা হেলালুর রহমান, এ্যাডঃ রবিউল ইসলাম , এ্যাডঃ হুমায়ন কবীর , এ্যাডঃ আল আমিন আলম , এ্যাডঃ এম, এ, শহিদ, এ্যাডঃ গাজী আব্দুস সালাম প্রমুখ। আইনজীবী সমিতির আইনজীবীরা বলেন এত সুন্দর ও প্রানবন্ত এবং মনোমুগ্ধকর ও গঠনমূলক বাজেট মিটিং ইতিপূর্বে হয় নাই । বক্তৃতায় আইনজীবীরা বলেন খুব দ্রুত সাধারণ সভা করতে হবে। গঠনতন্ত্র সংশোধন কমিটি করতে হবে। বাজেট বহির্ভূত কাজের সরকারি অডিট অফিসার দিয়ে অডিট করতে হবে । গঠনতন্ত্র লংঘন কারীদের গঠনতন্ত্রের আলোকে শাস্তির ব্যবস্থা করতে হবে , দাবী জানান । আইনজীবী সমিতির ১৫ লাখ টাকা চুরির বিষয়টি সাবেক সকল সভাপতিদের তদন্ত রিপোর্ট অনুযায়ী আইনের ব্যরস্হা নেওয়ার জোর দাবী জানান । আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ আ, ক, ম, রেজওয়ান উল্লাহ সবুজ বলেন ইতিপূর্বে আমার হাত দিয়ে বারের কোন টাকা তছরুপ হয়নি , এ বৎসর ও আমার হাত দিয়ে বারের কোন টাকা তছরুপ হবে না । সাতক্ষীরা জেলা আইনজীবী ঐক্য পরিষদের দাবী প্রত্যেক আইনজীবী কে করোনা কালে ১০ হাজার টাকা অনুদান দেওয়ার দাবী জানান । এ জন্য প্রত্যেক সাধারণ আইনজীবী সাতক্ষীরা জেলা আইনজীবী ঐক্য পরিষদ নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানান। সাতক্ষীরা জেলা আইনজীবী ঐক্য পরিষদ কমিটি সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সকল সদস্য / সদস্যাকে ঈদের শুভেচ্ছা জানান।
পূর্ববর্তী পোস্ট