ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন,সরকার প্রত্যেকটা সেক্টরে কর্মকর্তা নিয়োগ দিয়েছে জনগনকে সেবা দেওয়ার জন্য। জনগনের ভোগান্তি শূন্যের কোটায় নিয়ে আসা আমার লক্ষ। সাতক্ষীরা জেলার ২২ লক্ষ মানুষের সেবা নিশ্চিত করাই আমার দায়িত্ব। দেশটা কারোর বাপের না জনগনের। যারা সেবা না দিয়ে তালবাহানা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা জেগে উঠি তবেই সমাজ পরিবর্তন হবে। সোমবার বেলা ১২ টায়
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ আরো বলেন, ভালো মন্দ সকল কাজ আপনারা বুঝেন। আপনার মেধাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। জেলা বাসির নাগরিক সেবা দেওয়ার দায়িত্ব সরকারি কর্মকর্তাদের।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ শোইয়েব আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, আমাদের পরিবর্তন হতে হবে।অন্যায়কারী ও সহায়তাকারী উভয়ের অপরাধ সমান। আজ থেকে অনিয়ম ছেড়ে সোজা পথে চলে আসুন। দেশ ও জাতির কল্যাণে সকল কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, পৌর সভার সিইও মোঃ ইসতিয়াক, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিশ সরকার, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল, প্রাণী সম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব, কৃষি কর্মকর্তা মোঃ মনিরুল হোসেন, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, নাগরিক কমিটির সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, পৌর বিএনপির সভাপতি শের আলী, জামায়াতনেতা তরিকুল ইসলাম লাভলু, বীর মুক্তিযোদ্ধা শফিক আহমেদ, অধ্যক্ষ আক্তারুজ্জামান সহ সরকারি কর্মকর্তা-কর্মচারী, সুধী সমাজের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক।