কালিগঞ্জ প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানেরশীষকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ প্রতিক এই জনপদের উন্নয়নের প্রতিক। ধানেরশীষ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতিক। তাই আসুন সকল ভেদাভেদ আর নানান প্রোপাগান্ডা ছেড়ে ধানেরশীষ এর পতাকাতলে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ধানেরশীষ কান্ডারী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মোঃ আলাউদ্দীন একথা বলেন।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার আমতলা মোড়ে বিপ্লব ও সংহতি দিবসে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে এবং কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাসানুর রহমান ও উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান বাপ্পী, উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুল, দক্ষিণ শ্রীপুর বিএনপির সভাপতি জুলফিক্কার আলী সাপুঁই, সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, কুশুলিয়া বিএনপির সভাপতি হাসানুর রহমান, সিনিঃ সহ সভাপতি শেখ হাবিবুল্লাহ, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত বাবু, সহ সভাপতি সৈয়দ হাসানত আলী, সাংগঠনিক সম্পাদক বুলু, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল- মাহমুদ ছট্টু, সাধারণ সম্পাদক আফজাল গাজী, সাংগঠনিক সম্পাদক মাহমুদ মোস্তফা, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকুল, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হুকুম, রতনপুর ইউনিয়ন বিএনপির সিনিঃ সহ সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক ফজলুর রহমান আকাশ, ধলবাড়িয়া বিএনপির সাবেক আহবায়ক রেজাউল ইসলাম, চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ মোড়ল, সাবেক সদস্য সচিব মেম্বর আবুল কালাম গাজী, তারালী ইউনিয়ন সিনিঃ সহ সভাপতি এনামুল হক এনাম, সেক্রেটারী গনিয়ার রহমান গনি, বিষ্ণুপুর বিএনপির সিনিঃ সহ সভাপতি মেহেদী হাসান বাবু, সাবেক সাধারণ সম্পাদক মেম্বর কামরুজ্জামান হাবিব, যুগ্ম সম্পাদক আজিজুর রহমান খান, নলতা ইউনিয়ন বিএনপির সিনি সহ সভাপতি আশরাফুল ইসলাম ওসমান, উপজেলা যুবদলের যুবদলের সিনিঃ যুগ্ম আহবায়ক প্রভাসক সাইফুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এসএম রেদোয়ান ফেরদৌস রনি, উপজেরা শ্রমিকদলের সদস্য সচিব শোকর আলী, উপজেলা তাঁতীদলের সদস্য সচিব ফারুক হোসেন, জাসাস এর সভাপতি মুরশীদ আলী গাজী, কৃষকদলের উপজেলা সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি তাজকিন মেহেদী তাজ, সহ সভাপতি তৌহিদ, সচধারণ সম্পাদক ওমর ফারুক প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার কর্মী সমর্থকবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে গণঅভ্যুত্থান ও সংহতির এক অনন্য দৃষ্টান্ত। এই দিনটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চির স্মরণীয় হয়ে থাকবে।
পূর্ববর্তী পোস্ট
